Secret of Fashion Designer :
ফ্যাশন ডিজাইন কি এবং কিভাবে একজন ফ্যাশন ডিজাইনার হওয়া যায়- ফ্যাশন ডিজাইন হচ্ছে একটি সৃজনশীল পেশা। একটি পোষাকের সাইজ থেকে শুরু করে তার কালার, নকশা, প্রিন্ট, সেলাই এর ধরন ইত্যাদি এরসবই করেন একজন ফ্যাশন ডিজাইনার।
.
সৃজনশীলতা একজন ফ্যাশন ডিজাইনার হবার প্রথম ও প্রধান শর্ত। আপনাকে জানতে হবে কিভাবে নকশা আঁকতে হয়, কিভাবে রঙ এর ব্যবহার করতে হয়, কিভাবে দেহের কোন অংশকে ফুটিয়ে তুলতে হয়, কালার মিক্সিং ও কালার ম্যাচিং, এ সবই জানতে হবে। রঙ কে ভালবাসতে হবে, কোনো বস্তুর ওপর আলো আর ছায়া পরলে কেমন দেখায় সেটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, প্রতিদিন এসবের চর্চা করতে হবে।
প্রখর ইচ্ছাশক্তি আর কাজের প্রতি ভালবাসার সাথে সাথে নিত্য নতুন আইডিয়া বের করতে হবে এবং এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। এভাবে একজন ফ্যাশন ডিজাইনার দিন দিন দক্ষ হয়ে ওঠেন তার পেশায়। ফ্যাশন ডিজাইনার যে কেউই হতে পারেন, শুধু তার জন্য চাই প্রাথমিক প্রশিক্ষণ, একটুখানি ইচ্ছাশক্তি আর সাহস। ছোট পরিসরেই আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন।
বাসার ভেতরেই বা বিভিন্ন উৎসবের সময় বাসার নিচের গ্যারেজে করতে পারেন ছোটখাটো প্রদর্শনী। এতে আপনি বুঝতে পারবেন আপনার কাজ কেমন হচ্ছে আর নিজের উপর আত্বনির্ভরশীলতা বাড়বে। মনে রাখবেন, ছোট থেকেই সবকিছু বড় হবে একদিন। অন্য যেকোন মাধ্যম থেকে পড়াশোনা করে এসেও আপনি এই পেশায় কাজ করতে পারবেন। তাছাড়াও ঘরে বসে অনলাইন বিজনেসের মাধ্যমে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা।
.
.
ফ্যাশন ডিজাইন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আপনিও হতে পারেন একজন ফ্যাশন ডিজাইনার। 𝐁𝐆𝐌𝐈 শুধু প্রশক্ষণই নয় শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলে যেন বাস্তব ক্ষেত্রে তাদের জড়তা কাটিয়ে একজন ফ্যাশন ডিজাইনার / মার্চেন্ডাইজার / কর্পোরেট অফিসার হিসাবে দ্রুত আত্মপ্রকাশ করতে পারে। আগ্রহ থাকলে তুলনামূলক স্বল্প মেধাবী শিক্ষার্থীরাও প্রফেশনাল কোর্স করে ভালো ক্যারিয়ার গড়তে পারেন।
দেশজুড়ে হাজার হাজার বায়িং হাউজ, ফ্যাশন হাউজ, বুটিক হাউজ আর গার্মেন্টস গড়ে ওঠার ফলে এসব খাতে চাকরি পাওয়াটা বেশ সহজ। ✅মার্চেন্ডাইজিং ✅ফ্যাশন ডিজাইন ✅এইচ আর, এডমিন & সোশ্যাল কমপ্লায়েন্স ✅ক্যাড & প্যাটার্ন মেকিং এবং ✅QC/কোয়ালিটি কন্ট্রোল কোর্সে ভর্তি চলছে…
…



𝐃𝐢𝐩𝐥𝐨𝐦𝐚 𝐎𝐧 𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭
•Duration: 1 Year (Friday only 3pm- 6pm)
•Duration: 1 Year (Saturday only 10am- 1pm)
•Duration: 1 Year (Sunday & Tuesday 5pm- 6.30pm)
Academic Qualification: S.S.C/H.S.C/Bachelor’s
𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐎𝐧 𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
•Duration: 3 Months (Saturday only 10am- 1pm)
•Duration: 3 Months (Saturday only 3pm- 6pm)
Academic Qualification: S.S.C/H.S.C /Bachelor’s
Contact for admission and any information,
Our Address: – 6, House 04, Road 12, Sector 08, Uttara, Dhaka.
☎: 58957295
Youtube Channel: BGMI
Facebook Page: BGMI
How to be a Successful Merchandiser
.
Join Over 50,000 Students Enjoying BGMI Now
Become a Part of BGMI to Further Your Career.
Recent Comments