Project Description

Certificate Course on CLO-3D Virtual Sample Making

Introduction to CAD – Pattern & Marker Making Course

Pattern is the template from which the parts of a garment are traced onto fabric before being cut out and assembled. Pattern making is the connection of design to production by creating paper templates for all components such as cloth, hemming, fusible etc. which have to be cut for finish a perfect garment. This course is designed to introduce Basic Pattern Blocks, industrial and conventional methods of pattern designing, the process of solving industrial Tech-pack with the application of Computer Aided Design (CAD).
This course will focus on developing an environment which will create opportunities for the students to create proper measurements chart from human body and garments. Students will learn operating industry standard CAD based Software (lectra modaris), Marker Generation, Plotter Printing Machine. Several Group and Personal assignments are designed to improve their skill of solving problem. This is 100% practical based subject which will allow the examiner to asses students through continuous class performance, group work, individual work, class test, Industrial design solving ability , term examination like- mid term, final etc.

মার্চেন্ডাইজিংয়ের ওপর চার মাস থেকে এক বছর মেয়াদি কোর্স করে-
বিশ্বের অনেক নামকরা পোশাক প্রস্তুতকারক ব্র্যান্ড তাদের প্রডাকশনের জন্য বাংলাদেশকে বেছে নিচ্ছে। ব্র্যান্ডগুলোর নিজস্ব আঞ্চলিক বা লিয়াজোঁ অফিসের পাশাপাশি বায়িং হাউসের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশি-বিদেশি সব মিলিয়ে দেশে গার্মেন্টস এবং বায়িং হাউসের সংখ্যা বাইশ হাজারেরও অধিক হাজার। প্রতিটি প্রতিষ্ঠানেই উল্লেখযোগ্যসংখ্যক মার্চেন্ডাইজারের দরকার হয়। প্রতিনিয়তই তৈরি হচ্ছে নতুন নতুন বায়িং হাউস ও গার্মেন্ট ফ্যাক্টরি।পদোন্নতি এ পেশায় শুরুতে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে নিয়োগ হয়। এরপর যোগ্যতা অনুযায়ী মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার এবং মার্চেন্ডাইজার ম্যানেজার হিসেবে পদোন্নতি হয়। বায়ারদের সঙ্গে কথা বলে কে কত সহজে কাজটি আদায় করতে পারে, তার ওপর নির্ভর করে পদোন্নতি।
মেয়েদের কাজের ক্ষেত্রঃ
এ সেক্টরে দিন দিন মেয়েদের চাহিদা বাড়ছে। কিন্তু সেই তুলনায় পাওয়া যাচ্ছে না দক্ষ মেয়ে মার্চেন্ডাইজার। ক্ষেত্রভেদে ছেলেদের তুলনায় এ সেক্টরে মেয়েদেরসফলতার হার বেশি। তবে ৯টা-৫টা অফিসের বাইরে বেশিক্ষণ কাজ করতে হয় বলে মার্চেন্ডাইজিং বিভাগের কমার্শিয়াল অফিসার হিসেবে বেশির ভাগ মেয়ে কাজ করছেন। মেয়ে কমার্শিয়াল অফিসাররা মূলত আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিংয়ের কাজগুলো করেন।

মারচেন্ডাইজার যে কোন ফ্যাক্টরীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলতে গেলে তারা বায়ার ও ফ্যাক্টরীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। আর যার মধ্যে বায়ারকে ম্যানেজ করার গুণ সবচেয়ে বেশি থাকে সে মারচেন্ডাইজিং পেশায় খুব দ্রুত উন্নতি করে থাকে। এই বায়ার ম্যানেজ করার জন্য অবশ্যই ভাল মার্চেন্ডাইজার হতে হবে। আর ভাল মার্চেন্ডাইজার হতে হলে এরকম ভাল কিছু গুণ থাকতে হবে যা দিয়ে বায়ার এবং বায়ারের সকল রিকয়ারমেন্ট সুন্দরভাবে পূর্ণ করা যায়।

  • Commercial Awareness.
  • Confidence.
  • Able to Cope With Pressure.
  • Teamworking Skills.
  • Communication Skills.
  • Interpersonal Skills.
  • Leadership Skills.
  • Strong Numerical and Analytical Skills.

বেতন-কাঠামোঃ
মার্চেন্ডাইজিং পেশায় শুরুতে বেতন হিসেবে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা হতে পারে। তবে পূর্ব অভিজ্ঞতা ছাড়া ফ্রেশার হিসেবে শুরু করলে বেতন ১৫ হাজার টাকা থেকে শুরু হতে পারে। চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন মার্চেন্ডাইজারের বেতন ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

Workplace: Buying House, Garments, Textile Companies, Quality Control Companies and Fashion Design houses etc.

Up To Date Curriculum

  • Interface
    1. Library – Avatar ( Male,
    Female, Kids) Fabric ( All kinds of Fabrics Are there )
    2. History – We can go back to
    any place we want and undo the work
    3. Top Bar – File > Save
    Project ( For saving the work in clo format ) Save Garment, Save Pattern, Take
    screenshot of both 3D and 2D window, Video Capture
    4. Top Bar – Avatar >
    Measurements > Edit measurements
    5. Top Bar – Settings > User
    Settings > User Interface > Position of 3D 2D and render toolbar
    6. Top Bar – Settings > User
    settings > User interface > Unit
    system ( we will work on Centimeter for now )
    7. Bottom Right Corner >
    Screen view Option > Only 2D screen, Only 3D screen , Both 2D & 3D
    screen
  • Mouse & Keyboard Command
    1. Mouse Scroll wheel > zoom
    In/Out2. Mouse Scroll Wheel > Press
    the Scroll wheel > Move Right left in the screen3. Mouse right button > 3D
    screen rotation4. Keyboard Command >
    2,3,4,5,6,8,0 ( Front to bottom view )
  • Avatar
    1. Basic avatar editing – library
    > Male/ Female > Pose, Hair, Shoe etc
    2. Top Bar – Avatar >
    Measurements > Edit measurements
  • Tools
    2D Toolbar1. Transform Pattern (selection
    tool type)2. Rectangular (S) + Polygon
    tool (H)3. Edit Pattern4. Edit Sewing5. Segment sewingRender Toolbar1. Avatar Display > Show
    arrangements Points
  • Skirt
    1. Belt + Bottom skirt2. Sewing by segment sewing
    3. Elastic > From property
    editor > elastic mode on > roughness and Strength
  • Tools
    2D Toolbar
    1. Free sewing & M: N Free
    sewing
    2. Internal Polygon Tool – for
    any internal line and dart cut outRender Toolbar1. Garment fit maps > Fit map
  • Fabric
    1. Object browser at the right
    > Fabric > 1,2,3.. Can be added2. Prints can be added to the
    fabric3. Fabric texture can be added
    from the library4. Fabric property editor >
    color, texture, opacity, elastic can be changed
  • Bodice (pattern practice)
    1. Download proper pattern from
    the internet
    2. Set it in as a print on
    fabric and trace it using the polygon tool
    3. Cut out the darts using an
    internal polygon tool > right-click > cut
    4. Edit pattern > select a
    line > Right-click > Unfold (front & back) / symmetric pattern
    5. Sew everything with free
    sewing tool
  • Tools
    A. 2D Toolbar
    1. Trace tool > Right-click
    > Trace as pattern
    2. Internal Polygon Tool – for
    any internal line and dart cut out
    B.3D Toolbar
    1. Tack tool
    2. Fold Arrangement Tool
    3. Pin Box tool
    4. Zipper adding (zipper
    property editor)
    5. 2D Arrangement tool
    6. 3D arrangement tool
    C.Tow fabric > select > Merge
    D.Fabric > select > freeze / Unfreeze
  • 1) button attachment
    2) zipper attachment
    3) binding way
    4) tuck
  • 1 Print/ Artwork
    2 placement
    3 Normal map
    3 Displacement map

3d virtual sampling

Required before Starting this Course

Academic Qualification: Bachelor’s/Master’s
Academic Qualifications Backgrounds Photocopy and
National ID / Birth Certificate photocopy

Duration: 4 Months
Total Class – 18+
(3 hours a Day, 1 Days in a Week)

☞For admission and any Information, Please Contact our Address;
BGMI, House 04, Road 12, Sector 06, Uttara, Dhaka,
or Additional Information Please call us: Phone: 58957295, Mobile: +880 1911-562677

Join Over 50,000 Students Enjoying BGMI Now

Become a Part of BGMI to Further Your Career.

Thank you for your message. It has been sent.
There was an error trying to send your message. Please try again later.