Diploma On Apparel Merchandising:
->যুগোপযোগী পেশা হিসাবে বেছে নিতে পারেন মার্চেন্ডাইজিংকে- একজন মার্চেন্ডাইজার তৈরি পোশাক শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তাঁর দায়িত্ব অপরিসীম। এক কথায় পণ্যের উৎপাদন থেকে শুরু করে বাজারে বিপণন, বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়াগুলো যিনি নিপুণ দক্ষতার সঙ্গে তত্ত্বাবধান করে থাকেন তিনিই মার্চেন্ডাইজার। এটি যথেষ্ট সম্মানজনক ও আকর্ষণীয় এবং এর বেতনও অন্যান্য পেশার তুলনায় বেশি।
->বর্তমানে আমাদের দেশে প্রায় ১১ হাজারের মতো গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। আছে অসংখ্য বায়িং হাউজ, ফ্যাশন হাউজ, বুটিক হাউজ, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান। অতএব খুব নিশ্চিত করে বলা যায়, কারও যদি এই বিষয়ে পড়াশুনা এবং প্রশিক্ষণ থাকে তাহলে শুরুতেই আকর্ষণীয় বেতন-ভাতা নিয়ে এই সেক্টরে চাকরি পাবে। তা ছাড়া পরিশ্রমী মানুষের দ্রুত পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।


Join Over 50,000 Students Enjoying BGMI Now
Become a Part of BGMI to Further Your Career.
Recent Comments