Project Description
Certificate Course on CLO – 3D Virtual Sampling
Introduction to CAD – Pattern & Marker Making Course
Pattern is the template from which the parts of a garment are traced onto fabric before being cut out and assembled. Pattern making is the connection of design to production by creating paper templates for all components such as cloth, hemming, fusible etc. which have to be cut for finish a perfect garment. This course is designed to introduce Basic Pattern Blocks, industrial and conventional methods of pattern designing, the process of solving industrial Tech-pack with the application of Computer Aided Design (CAD).
This course will focus on developing an environment which will create opportunities for the students to create proper measurements chart from human body and garments. Students will learn operating industry standard CAD based Software (lectra modaris), Marker Generation, Plotter Printing Machine. Several Group and Personal assignments are designed to improve their skill of solving problem. This is 100% practical based subject which will allow the examiner to asses students through continuous class performance, group work, individual work, class test, Industrial design solving ability , term examination like- mid term, final etc.
মার্চেন্ডাইজিংয়ের ওপর চার মাস থেকে এক বছর মেয়াদি কোর্স করে-
বিশ্বের অনেক নামকরা পোশাক প্রস্তুতকারক ব্র্যান্ড তাদের প্রডাকশনের জন্য বাংলাদেশকে বেছে নিচ্ছে। ব্র্যান্ডগুলোর নিজস্ব আঞ্চলিক বা লিয়াজোঁ অফিসের পাশাপাশি বায়িং হাউসের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশি-বিদেশি সব মিলিয়ে দেশে গার্মেন্টস এবং বায়িং হাউসের সংখ্যা বাইশ হাজারেরও অধিক হাজার। প্রতিটি প্রতিষ্ঠানেই উল্লেখযোগ্যসংখ্যক মার্চেন্ডাইজারের দরকার হয়। প্রতিনিয়তই তৈরি হচ্ছে নতুন নতুন বায়িং হাউস ও গার্মেন্ট ফ্যাক্টরি।পদোন্নতি এ পেশায় শুরুতে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে নিয়োগ হয়। এরপর যোগ্যতা অনুযায়ী মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার এবং মার্চেন্ডাইজার ম্যানেজার হিসেবে পদোন্নতি হয়। বায়ারদের সঙ্গে কথা বলে কে কত সহজে কাজটি আদায় করতে পারে, তার ওপর নির্ভর করে পদোন্নতি।
মেয়েদের কাজের ক্ষেত্রঃ
এ সেক্টরে দিন দিন মেয়েদের চাহিদা বাড়ছে। কিন্তু সেই তুলনায় পাওয়া যাচ্ছে না দক্ষ মেয়ে মার্চেন্ডাইজার। ক্ষেত্রভেদে ছেলেদের তুলনায় এ সেক্টরে মেয়েদেরসফলতার হার বেশি। তবে ৯টা-৫টা অফিসের বাইরে বেশিক্ষণ কাজ করতে হয় বলে মার্চেন্ডাইজিং বিভাগের কমার্শিয়াল অফিসার হিসেবে বেশির ভাগ মেয়ে কাজ করছেন। মেয়ে কমার্শিয়াল অফিসাররা মূলত আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিংয়ের কাজগুলো করেন।
মারচেন্ডাইজার যে কোন ফ্যাক্টরীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলতে গেলে তারা বায়ার ও ফ্যাক্টরীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। আর যার মধ্যে বায়ারকে ম্যানেজ করার গুণ সবচেয়ে বেশি থাকে সে মারচেন্ডাইজিং পেশায় খুব দ্রুত উন্নতি করে থাকে। এই বায়ার ম্যানেজ করার জন্য অবশ্যই ভাল মার্চেন্ডাইজার হতে হবে। আর ভাল মার্চেন্ডাইজার হতে হলে এরকম ভাল কিছু গুণ থাকতে হবে যা দিয়ে বায়ার এবং বায়ারের সকল রিকয়ারমেন্ট সুন্দরভাবে পূর্ণ করা যায়।
- Commercial Awareness.
- Confidence.
- Able to Cope With Pressure.
- Teamworking Skills.
- Communication Skills.
- Interpersonal Skills.
- Leadership Skills.
- Strong Numerical and Analytical Skills.
বেতন-কাঠামোঃ
মার্চেন্ডাইজিং পেশায় শুরুতে বেতন হিসেবে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা হতে পারে। তবে পূর্ব অভিজ্ঞতা ছাড়া ফ্রেশার হিসেবে শুরু করলে বেতন ১৫ হাজার টাকা থেকে শুরু হতে পারে। চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন মার্চেন্ডাইজারের বেতন ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
Workplace: Buying House, Garments, Textile Companies, Quality Control Companies and Fashion Design houses etc.
Up To Date Curriculum
- Foundation of Merchandising & introduction to RMG industry
- Quality Controlling System
- Trimming, parts Points & measurement
- Textile & Testing
- Industrial washing Method
- Production Engineering (Work-Study)
- Industrial pattern
- Production Terminology
- Commercial procedure
- Supply chain Management
- Compliance issues for Merchandiser
- Consumption & costing
- Order Finalization & Pre Merchandising Process
Required before Starting this Course
academic Qualifications backgrounds photocopy and
National ID / Birth Certificate photocopy
Join Over 50,000 Students Enjoying BGMI Now
Become a Part of BGMI to Further Your Career.
Find Us on Social Medias