Project Description
Tomorrows Business Leaders
একজন শিক্ষিত যুবক স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে তৈরি করে এ পেশায় যে পরিমাণ আয় করতে পারে তা অন্য কোনো পেশায় সম্ভব নয়। ক্যাড/ প্যাটার্ন & মার্কার মেকিং প্রশিক্ষণ প্রাপ্ত ন্যূনতম যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তির মাসিক বেতন হতে পারে কমপক্ষে ২০ থেকে ২৫ হাজার টাকা, যা যোগ্যতা অনুযায়ী এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। আর এসব বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আপনিও স্বাবলম্বী হতে পারেন।সাধারন শিক্ষার পাশা-পাশি এসব কর্মমুখী বিষয়ে প্র্রশিক্ষণ থাকলে একটা ভালো চাকরি পাওয়া খুব সহজ হয়ে যায়।
সাধারন শিক্ষার পাশা-পাশি এসব কর্মমুখী বিষয়ে প্র্রশিক্ষণ থাকলে একটা ভালো চাকরি পাওয়া খুব সহজ হয়ে যায়।
International Focus – Nunc lacinia turpis imperdiet ligula malesuada molestie
Residential Courses – Mauris sed felis et libero consectetur auctor id in nisi
Focus On People – Sed at risus at erat pretium fringilla
Student Dedication – Aenean ut purus non tortor rhoncus bibendum
Career Placement – Nunc nec turpis sit egestas scelerisque at finibus ligula
এই পেশায় ডিগ্রির থেকে যেহেতু কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা ই প্রধান সেহেতু শুরতে যে কোন পোশাক শিল্প কারখানায় ইন্টার্নশীপ এর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে হয়। এরপর সহকারী প্যাটার্ন মাস্টার হিসেবে কাজ করে দক্ষতার পরিচয় দিলে ডিজাইনিং বিভাগের প্রধান হওয়া সম্ভব। ক্যারিয়ারের একদম শুরুতে বড় ধরনের কারখানায় কাজের সুযোগ কম থাকলেও দক্ষ হলে এবং অভিজ্ঞতা অর্জন করলে পরবর্তীতে বড় ধরনের পোশাক তৈরি কারখানায় কাজের সুযোগ পাওয়া সম্ভব।
একজন ক্যাড ডিজাইনারের ক্যারিয়ার নির্ভর করে তার কাজের দক্ষতা ও সৃজনশীলতার ওপর। কাজ ভালো হলে অবশ্যই ক্লায়েন্ট বাড়তে থাকবে।
বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প খাত হচ্ছে পোশাক শিল্প। রপ্তানী আয়ের শতকরা ৮৬ ভাগ আসে পোশাক খাত থেকে। জিডিপিতে এ খাতের অবদান শতকরা ১৩ ভাগ । ২০১৫ সালে এসে শুধু গার্মেন্টস এর সংখ্যা দাঁড়ায় ৭ হাজারে
গার্মেন্টস, স্পিনিং, ফ্যাব্রিক ম্যানুফেকচারিং, ডাইয়িং, নিটিং, প্রিন্টিং মিল মিলিয়ে বাংলাদেশে এখন আনুমানিক ১২ হাজারের বেশি টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে। মানসম্মত প্রায় সকল পোশাক শিল্প কারখানায় ক্যাড অপারেটর প্রয়োজন। স্কয়ার, নোমান গ্রুপ, ডিবিএল গ্রুপ, আকিজ, এনভয়, বেক্সিমকোর মত বড় বড় কোম্পানির টেক্সটাইল মিলে ভালো ভালো মানের বেতনে ক্যাড অপারেটর হিসেবে কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশে পোশাক শিল্প কারখানা গুলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্রগ্রাম কেন্দ্রিক বিধায় গার্মেন্টস ক্যাড অপারেটরদের কাজও এ স্থান গুলোতে সীমাবদ্ধ। পোশাক শিল্পখাতের প্রসারের সাথে সাথে এ পেশার চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
একজন গার্মেন্টস ক্যাড অপারেটর/প্যাটার্ন মেকার বায়ারের চাহিদা অনুযায়ী কম্পিউটার এইডেড ডিজাইনিং এর মাধ্যমে উৎপাদনের লক্ষ্যে পোশাকের ডিজাইন করে থাকেন।
সাধারণ পদবী: ক্যাড ডিজাইনার/ টেকনিশিয়ান/ অপারেটর, প্যাটার্ন মাস্টার/মেকার
প্রতিষ্ঠানের ধরন: গার্মেন্টস, এপারেল ইন্ডাস্ট্রি
একজন গার্মেন্টস ক্যাড অপারেটর কী ধরনের কাজ করেন?
- বায়ারের চাহিদা অনুযায়ী প্যাটার্ন তৈরি করা
- প্যাটার্ন তৈরির পর বায়ারের কাছ থেকে মতামত নেওয়া এবং সে অনুযায়ী প্যাটার্নে পরিবর্তন আনা
- সম্পূর্ণ নির্ভুলভাবে প্যাটার্ন তৈরি করা
- প্যাটার্ন তৈরির পর প্রোডাকশন টিমকে প্যাটার্ন বর্ণনা করা এবং প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট দেওয়া
- স্ট্যান্ডার্ড প্যাটার্ন তৈরির মাধ্যমে যতটা সম্ভব উৎপাদন খরচ হ্রাস করা
- বায়ার, মার্চেন্ডাইজার, প্রোডাকশন টিমের সাথে সর্বদা যোগাযোগ রাখতে হবে
Up To Date Curriculum
1) Introduction of Pattern and equipments 2) T-Shirt 3) Men's Shirt( Front, Back, Cuff, Pocket, Sleeve, Yoke, Collar) 4) Denim Pant 5) Pattern & Fitting checking Procedure 6) Grading & Consumption 7) Consumption
Required before Starting this Course
academic Qualifications backgrounds photocopy and
National ID / Birth Certificate photocopy
Join Over 50,000 Students Enjoying BGMI Now
Become a Part of BGMI to Further Your Career.
Find Us on Social Medias