Fashion Design

? যুগোপযুগী পেশা হিসাবে বেছে নিতে পারেন ফ্যাশন ডিজাইনকে… প্রফেশনাল প্রশিক্ষণ ভালো একটি ক্যারিয়ার গড়তে অনেকটা সহায়তা করে। ক্যারিয়ার গঠনে এমন একটি ফলপ্রসূ প্রশিক্ষণ কোর্স হচ্ছে ফ্যাশন ডিজাইন। আমাদের দেশের বস্ত্রশিল্প সারাবিশ্বেই বিখ্যাত। আমাদের দেশে এই খাতের প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয়। তাই এই বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিলে ভালো একটি ক্যারিয়ার গড়া সুবিধাজনক।
? পড়াশোনার পাশাপাশি যদি মনে করেন আপনার কর্মমূখী ও সৃজনশীল কিছু করতে ভাল লাগে, অথবা তৈরী করতে চান রুচিশীল কিছু যা কিনা নজর কাঁড়ে অন্যকে, পুরাতন কে ভেংগে নতুন রূপে সাজিয়ে জায়গা করে দিতে চান মানুষের মনে, তাহলে এই কর্মমূখী, রুচিশীল ও সৃজনশীল ধারণা গুলোকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়তে পারেন ফ্যাশন ডিজাইনে।
? অন্যকে সুন্দর দেখানোর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে এবং তা কার্যকর করার জন্য থাকতে হবে সৃজনশীলতা ও নিজস্বতা।আপনি যদি রং, আকৃতি ও ডিজাইন দিয়ে ম্যাজিক তৈরি করতে পারেন, তাহলে শুধু একটি পেশাদারী কোর্সের মাধ্যমে শুরু করতে পারেন আকর্ষণীয় এই পেশা। ফ্যাশন ডিজাইনার যে কেউই হতে পারেন, শুধু তার জন্য চাই প্রাথমিক প্রশিক্ষণ, একটুখানি ইচ্ছাশক্তি আর সাহস।
? ছোট পরিসরেই আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন।বাসার ভেতরেই বা বিভিন্ন উৎসবের সময় বাসার নিচের গ্যারেজে করতে পারেন ছোটখাটো প্রদর্শনী।এতে আপনি বুঝতে পারবেন আপনার কাজ কেমন হচ্ছে আর নিজের উপর আত্বনির্ভরশীলতা বাড়বে।
? মনে রাখবেন, ছোট থেকেই সবকিছু বড় হবে একদিন। অন্য যেকোন মাধ্যম থেকে পড়াশোনা করে এসেও আপনি এই পেশায় কাজ করতে পারবেন। বিশ্ব এখন আপনার হাতের মুঠোয়, ঘরে বসে অনলাইন বিজনেসের মাধ্যমে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা।আগ্রহ থাকলে তুলনামূলক স্বল্প মেধাবী শিক্ষার্থীরাও এসব বিষয়ে ভালো ক্যারিয়ার গড়তে পারেন।

Career Opportunity in Fashion Design:

ফ্যাশন ডিজানিং মানে শুধু পোশাক ডিজাইন করা নয়, ফ্যাশন ডিজাইনাররা পোশাকের আকর্ষণীয়তা , ট্রেন্ড, বাজারের পূর্বাভাস এবং জলবায়ু সঙ্গে মিল রেখে পোশাক ডিজাইন করেন। তারা ফ্যাব্রিক, বুনন , কাপড়ের গুণাবলী, উপাদান, রং এবং নকশা এবং পরিবর্তন প্রবণতা সম্পর্কে জ্ঞান রাখেন।”

ক্যারিয়ার হিসেবে আমাদের দেশে ফ্যাশন ডিজাইনিং এখনো চ্যালেঞ্জিং। তবে সৃজনশীলতা ও কর্মদক্ষতা থাকলে একজন ফ্যাশন ডিজাইনার ম্যানেজার বা সহকারী ম্যানেজার পদে কাজ করার সুযোগ পান।

প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার পাশাপাশি বহু ফ্যাশন ডিজাইনার কনসালট্যান্ট হিসাবেও কাজ করে থাকেন।

এ ছাড়া উচ্চজ্ঞান ও অভিজ্ঞতা থাকলে আপনি চাইলে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদেও আপনি আপনার পদ চিহ্ন রাখতে পারবেন।

বাংলাদেশ সরকারের বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশি-বিদেশি টেক্সটাইল মিল, বিভিন্ন বায়িং অফিস, বুটিক হাউজ, গার্মেন্টস শিল্প ও ইন্ডাস্ট্রিতে উৎপাদন কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে ও গড়তে পারবেন আপনার ক্যারিয়ার ।

i) What They Do: Fashion designers create clothing, accessories, and footwear.

ii) Work Environment: Fashion designers work in wholesale or manufacturing establishments, apparel companies, retailers, theater or dance companies, and design firms. Most fashion designers work in Buying houses, Garments, Fashion House etc.

iii) How to Become One: Employers usually seek applicants who are creative and who have technical knowledge of the production processes for clothing, accessories, or footwear.

iv) Related Careers: Compare the job duties, education, job growth, and pay of fashion designers with similar occupations.

Job Opportunity in Fashion Design :

বাংলাদেশে ফ্যাশন ডিজাইনারদের রয়েছে চাকরির বিশাল বাজার। এর মধ্যে টেক্সটাইল শিল্প, গার্মেন্টস শিল্প, বায়িং হাউস, বুটিক হাউস বা দেশের বড় বড় দেশি ও বিদেশি পোশাক ব্র্যান্ড হাউসে আপনার কাজের অনেক সম্ভাবনা নিশ্চিৎ থাকবেই।

প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার পাশাপাশি বহু ফ্যাশন ডিজাইনার কনসালট্যান্ট হিসাবেও কাজ করে থাকেন।

এ ছাড়া উচ্চজ্ঞান ও অভিজ্ঞতা থাকলে আপনি চাইলে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদেও আপনি আপনার পদ চিহ্ন রাখতে পারবেন।

ফ্যাশন ডিজাইন সেক্টরে কাজ করলে দেশি-বিদেশে বড় বড় এক্সপো বা মেলায় অংশগ্রহণ করা যায়। তাছাড়া ক্রেতাদের সঙ্গে ভালো যোগাযোগ স্থাপন করা যায়। অন্য দেশের সংস্কৃতি সম্পর্কে খুব কাছ থেকে জানা যায়।

কাজের প্রতি পরিশ্রমী হলে খুব সহজেই আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ রয়েছে। এখানে নারী-পুরুষ সমান তালমিলিয়ে কাজ করে।

ফ্যাশন ডিজাইনিংয়ে একজন ডিজাইনার চাকরি করার প্রথম অবস্থায় প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা পেয়ে থাকে।
তারপর ক্রমশ বেতন বাড়তে থাকে যা সর্বোচ্চ ৭০ হাজার পর্যন্ত হয়। এ ছাড়া আরও ভালো বেতন পাওয়া কোম্পানির উপর নির্ভর করে। কিন্তু আন্তর্জাতিক কোনো কোম্পানির সঙ্গে কাজ করলে মাস শেষে সহজেই আয় করতে পারবেন দেড় লাখ থেকে তিন লাখ টাকা।

Workplace: Textile Industry, Garment Industry, Buying house, Boutique House etc.

Duties of Fashion Designers

Fashion designers typically do the following:

i) Study fashion trends and anticipate designs that will appeal to consumers
ii) Decide on a theme for a collection
iii) Use computer-aided design (CAD) programs to create designs
iv) Visit manufacturers or trade shows to get samples of fabric
v) Select fabrics, embellishments, colors, or a style for each garment or accessory
vi) Work with other designers or team members to create prototype designs
vii) Present design ideas to the creative director or showcase them in fashion or trade shows
viii)Market designs to clothing retailers or directly to consumers
ix) Oversee the final production of their designs

What are the 4 types of quality control?

Course Module:

1) Introduction
2) Color Concept / Elements of Design
3) Fashion History
4) Fashion Illustration
5) Textile Design & Surface Ornamentation
6) Quality Controling System
7) Parts Point Identification & Measurement / Trims Accessories
8) Textile
9) Textile Dyeing & Finshing
10) Industrial Washing Method
11) Aesthetic of Art
12) Introduction to Pattern Making
13) Pattern Making
14) Pattern Garding
15) Fashion Portfolio
16) Sewing
17) Draping and Dress Development
18) Business Development

Course Requirements :

To Get Admission:
Academic Qualification:S.S.C/H.S.C /Bachelor’s
academic Qualifications backgrounds photocopy and
National ID / Birth Certificate photocopy

Course Duration :

Admission Going on Below Following Courses…..

1.
Diploma on Fashion Design & Development:
Duration: 1 Year
Batch-1. Friday Only 9am to 12pm
Batch-2. Friday Only 3pm to 6pm
Batch-3. Saturday Only 10am to 1pm
Batch-4. Sunday & Tuesday 5pm- 6.30pm
Academic Qualification: H.S.C /Bachelor’s

2.
Certificate Course on Fashion Design:
Duration: 4 Months (Saturday only 3pm- 6pm)
Academic Qualification: S.S.C/H.S.C /Bachelor’s

Admission Detail :

For admission and any information, please contact our address;
? House-04, Road-12, Sector-06, Uttara, Dhaka
☎: 58957295,
?: 01911 562677

DMS NAS